শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
মো: রবি উদ্দিন ,শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলা অনুষ্টিত হয়ছে।
বুধবার (৩১ জুলাই) বেলা ১১ ঘটিকায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্টিত হয়।
উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে খেলে চুড়ান্ত পর্বে ওঠে আসে ১০টি বালক ও ১০টি বালিকা দল।
এই ২০টি দল উপজেলা পর্যায়ে খেলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও আশিদ্রোন নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল। বালকদের মধ্যে জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
ফাইনাল খেলায় হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ট্রাইবেকারে ৩ –১ গোলে আশিদ্রোন নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
দিনের অপর খেলায় জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ২–০ গোলে হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় ও অতিথিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম।
এছাড়া ও উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার জোতিষ রঞ্জন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ও সাধারণ সম্পাদক কল্যান দেব, সহকারি শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম ও মো এবাদুর রহমান, সাধারণ সম্পাদক প্রনবেশ অন্তু চৌধুরী।
খেলাটি উপভোগ করেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা। খেলা দুটি পরিচালনা করেন মো: আবুল কাশেম,মিজানুর রহমান, মো: এমাদুর রহমান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।