মো: রবি উদ্দিন ,শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলা অনুষ্টিত হয়ছে।
বুধবার (৩১ জুলাই) বেলা ১১ ঘটিকায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলাটি অনুষ্টিত হয়।
উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলিয়ে ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে খেলে চুড়ান্ত পর্বে ওঠে আসে ১০টি বালক ও ১০টি বালিকা দল।
এই ২০টি দল উপজেলা পর্যায়ে খেলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও আশিদ্রোন নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল। বালকদের মধ্যে জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
ফাইনাল খেলায় হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ট্রাইবেকারে ৩ --১ গোলে আশিদ্রোন নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
দিনের অপর খেলায় জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ২--০ গোলে হরিণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায় ও অতিথিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম।
এছাড়া ও উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার জোতিষ রঞ্জন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ও সাধারণ সম্পাদক কল্যান দেব, সহকারি শিক্ষক সমিতির সভাপতি রহিমা বেগম ও মো এবাদুর রহমান, সাধারণ সম্পাদক প্রনবেশ অন্তু চৌধুরী।
খেলাটি উপভোগ করেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকারা। খেলা দুটি পরিচালনা করেন মো: আবুল কাশেম,মিজানুর রহমান, মো: এমাদুর রহমান।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com