সোমবার, ১৪ Jul ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
এস,এম,শামীম(ফুলপুর) ময়মনসিংহ প্রতিনিধি
ফুলপুর উপজেলার ১০ নং বওলা ইউনিয়নের চার বারে নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান বওলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা এবং বওলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, এডভোকেট আবুল ফজল তালুকদার,বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
৪ অক্টোবর (রবিবার) বাদ জোহর ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি জামে মসজিদে প্রথম জানাজা শেষে, দুপুর আড়াইটায় নিজ গ্রাম বওলা ডিগ্রী কলেজ মাঠে ২য় জানাজার নামাজ সম্পন্ন হয়।
প্রিয় মানুষটিকে এক নজর দেখতে ও শেষ শ্রদ্ধা জানাতে, ভিবিন্ন ইউনিয়ন হতে আগত কাছের ও দূরের লোকে লোকারণ্য হয়ে ওঠে তাঁরই প্রতিষ্ঠিত বিদ্যালয় মাঠ। মরহুমের জানাজায় অগণিত শুভাকাঙ্খীদের উপস্থিতিতে ঢল নেমেছিল বওলা কলেজ মাঠ প্রাঙ্গণে। হাজারো মানুষের চোখের জলে শেষ শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় জানান বওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বওলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা,শিক্ষা অনুরাগী সমাজসেবক প্রিয় শিক্ষককে।
শেষ বিদায়ে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সংক্ষিপ্ত আলোচনায় সবার মুখে মুখে প্রশংসার বাণী উচ্চারিত হয়, তাহার কর্মময় আলোকিত জীবনের মাধ্যমে বওলার সর্বমহলের কাছে আলোকবর্তিকা হয়ে থাকার কথা, সততার সাথে জাগতিক সব অধ্যায় থেকে চির প্রস্থান করলেও এলাকার সকল পর্যায়ের মানুষের মনের হীরক দ্যুতিতে চিরদিন জ্বলে থাকবেন, অসংখ্য মানুষ গড়ার কীর্তিমান কারিগর এই মানুষটি। বওলা ইউনিয়নের শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন তিনি। তার মৃত্যুতে বওলার মানুষ একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। তার কর্ম, আদর্শ,ত্যাগ শেষ হয়ে যাওয়ার নয়- বরং পরবর্তী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে ‘পথ চলার অন্যতম নিদর্শক, অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন বওলার সর্বস্তরের মানুষের হৃদয়ে। তিনি তার কর্মে বেঁচে থাকবেন বহুকাল।’
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২বছর। ১ ছেলে,১মেয়ে, নাতি নাতনি, সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বওলার পুরো ইউনিয়নে। চোখের পানিতে ভেজানো শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে শেষ বিদায় জানান সর্বস্তরের জনগণ।
তার প্রতিষ্ঠিত কলেজ মাঠে জানাজা শেষে, পারিবারিক কবরস্থান মসজিদ প্রাঙ্গনে চির নিদ্রায় শায়িত করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।