রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-
ঢাকা-সিলেট মহাসড়কে পরিবহনে ডাকাতির জন্য প্রস্তুতি নেওয়ার সময় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা (২৭} এক ডাকাত নিহত হয়েছে। এসময় আরো ২ ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। ডাকাতির জন্য ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র পুলিশ জব্দ করেছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে তেঁতলাবো এলাকার এসিএস টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, রবিবার দিবাগত রাতে ট্রাকে (ঢাকা-মেট্রো-ড-১৪-৩৭৮০}করে সংঘবদ্ধ ডাকাতদল পরিবহনে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এসময় রূপগঞ্জ থানার টহলরত পুলিশের সন্দেহ হলে তারা এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে এক ডাকাতকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয়। এছাড়া আহত অবস্থায় মোশারফ (১৮) ও হৃদয় (১৭) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। মোশারফ নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকার সুলতান মিয়ার ছেলে ও হৃদয় শরীয়তপুর জেলার জাজিরা এলাকার আলী জব্বরের ছেলে। তবে নিহত ডাকাতের এখনো নাম ঠিকানা পাওয়া যায়নি। ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, ২ টি রামদা ও দেশীয় অস্ত্র পুলিশ জব্দ করেছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।