শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
পবিত্র দেব নাথ, মাধবপুর প্রতিনিধি:
মাধবপুরে পূর্বশত্রুতার জেরে ৪০টি ফলদ ও বনজ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে।
গত(০৪-০৯-২০২৪)ইং বুধবার ভোর অনুমানিক ০৫:৩০মিনিটে মাধবপুর উপজেলা কুটানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ছাত্র সাঈদ সোহেল আহমেদ বাদী হয়ে একই গ্রামের আলী নেওয়াজ,সাইফুল ইসলাম, পাবেল মিয়া, জয়নব বিবি ও সখি আক্তার এর বিরুদ্ধে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ধরনের ঘটনা গত ৩০ বছরেও ঘটেনি এই গ্রামে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত ছাত্র সাঈদ সোহেল আহমেদ বলেন, ‘চার বছর আগে পৈতৃক সূত্রে প্রাপ্ত ৬০শতাংশ জমিতে পুকুর খনন করে তার চারপাশে আম, জাম, লিচু, কাঁঠাল, নারিকেলসহ বিভিন্ন ফলদ ও বনজ জাতের চারা রোপণ করি। গত বছর আমরা আম ও লিচু গাছে ফলন হয়েছে তা আমরা খেয়েছি কিন্তু বুধবার সকালে দেখি আমার সব শেষ।’
রাস্তা সংক্রান্ত শত্রুতার জেরে অভিযোগ দায়েরকৃত ব্যক্তিরা রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলেছে বলে দাবি করেন তিনি।
এতে প্রায় ৪ লাখের বেশি টাকা ক্ষতি হয়েছে দাবি করে কান্নায় ভেঙে পড়েন সাঈদ সোহেল আহমেদ ।
তবে এ অভিযোগ অস্বীকার করে আলী নেওয়াজ জানান, ‘এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এ ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নই।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আল-মামুন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাদীর অভিযোগ আমলে নিয়ে থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।’
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।