রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন
মাগুরা, তালা, প্রতিনিধিঃ
তালার মাগুরা ইউনিয়নের বিশুকাটি গ্রামের জমি জায়গা বিরোধের জেরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এতে ঘেরের বিপুল পরিমাণ সাদা মাছ মরে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকার মতো। জানা গেছে, গত ২৪ নভেম্বর বুধবার রাতে মাছের ঘেরে যান মালিক মোঃ হায়দার শেখ তার উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বিষের বোতল রেখে পালিয়ে যান।
তিনি ঘেরে যেয়ে দেখেন সবগুলো মাছ মরে পানিতে ভেসে উঠেছে। মোঃ হায়দার শেখ ঋণ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এই দুঃখজনক ঘটনায় তাঁর পথে বসার উপক্রম হলো। ক্ষতিগ্রস্ত ঘের মালিক মোঃ হায়দার শেখ জানান,দীর্ঘদিন জমি জায়গা বিরোধ নিয়ে বিশুকাটি গ্রামের মৃত শামসুর শেখের ছেলে সালাম শেখ(৫০) জাকির শেখ (২৬), রাজু শেখ (৩৫) ও একই গ্রামের রফিকুল সানা (৩৭)রোকন সানা(২৭) সহ অজ্ঞাত নামা ৭/ ৮ জনের সঙ্গবদ্ধ এই দুর্বৃত্তরা ঘেরে বিষ দেওয়ার সময় তার উপস্থিতি টের পেয়ে বোতল ফেলে পালিয়ে যান।
এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে মোঃ হায়দার শেখ দাবি করেন। এ ক্ষয়-ক্ষতির বিষয়ের সত্যতা নিশ্চিত করে হায়দার সেকের ভাই হাবিবুল শেখ জানান কিছুদিন আগে আমার ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষতি করেন এই দুর্বৃত্তরা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।