শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
কাউছার হামিদ রুকন, মানিকছড়ি উপজেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ব্যপক ভাবে আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে।
৫ অক্টোবর শনিবার সকাল বেলা উপজেলা পরিষদ মিলনায়তনের কক্ষে উক্ত দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা কার্যক্রম শুরু হয়। এসময় বক্তব্য রাখেন রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. সাজেদুল্লাহ ও রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যজ মারমাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সভায় সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন কোন সভ্য দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখা হয় না। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে। বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষক সংকট নিরসন, শিক্ষা নীতি-২০১০ বাস্তবায়ন, বেসরকারি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নানা বৈষম্য দূর করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানান।
শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও সম্মান বৃদ্ধির লক্ষে উক্ত দিবসটি খুব গুরুতপূর্ণ ও আনন্দায়ক বলে মনে করছেন তাই মানিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে দিবসটি পালিত হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।