রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
কাউছার হামিদ রুকন
উপজেলা প্রতিনিধি :-
মানিকছড়ি খাগড়াছড়ি///
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে চার ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধক হিসেবে মশারী, লিফলেট ও ওষুধ ছিটানোর উদ্যোগের অংশ হিসেবে গতকাল মশারী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ ৭ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফয়সাল কবির রজার্সের সভাপতিত্বে উপজেলার চার ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধক মশারী ও লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। এ সময় সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষ, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. এনায়েত উল্লাহ মাহফুজ, ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস ইসলাম বাচ্চুসহ ইউপি সচিবেরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি ইউএনও রক্তিম চৌধুরী বলেন, সকল ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। তৃণমূলের ডেঙ্গু প্রতিরোধে নানা কার্যক্রম নজরদারি করা হবে। জ্বর হলে রোগীদের হাসপাতালে চিকিৎসা এবং পরীক্ষার সুযোগ রয়েছে। প্রাণঘাতি ডেঙ্গু প্রতিরোধে মশারী,লিফলেট ও পরবর্তীতে ওষুধ ছিটানোর ব্যবস্থা নেওয়া হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।