সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন
কামরুল ইসলামঃ- জকিগঞ্জ প্রতিনিধি :-
আর্তমানবতার সেবায় পূর্ব সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন ‘ মানব সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ যার লক্ষ্য হলো জকিগঞ্জের অসহায় গরিব মানুষের পাশে দাড়ানো। জকিগঞ্জে বিভিন্ন সামাজিক কাজ করা যাহাতে জকিগঞ্জের মানুষ উপকৃত হয়,আর জকিগঞ্জের কোন মানুষ রক্তের অভাবে মারা না যায় সেই লক্ষে সেচ্ছায় যে কোন রোগীর রক্ত ম্যানেজ করে দেওয়া।
তাই জকিগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী শুরু করেছে মানব সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ। করোনার এই পরিস্থিতিতে সারাদেশে রক্তশূন্যতা দেখা দেওয়ায় সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই লক্ষে রক্ত ঘাটতি পূরণের লক্ষে আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত, জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ বাজারে সোনার বাংলা সমবায় সমিতির সামনে রক্তদান কর্মসূচী শুরু করা হবে।
মানব সেবা ফাউন্ডেশন জকিগঞ্জ এর আয়োজনে ও মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্ত কেন্দ্র সিলেট এর সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী ভাই/বোন ও শুভাকাঙ্ক্ষীদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করা হয়েছে।
কর্মসূচী চলাকালে যারা ব্লাড দিতে আগ্রহী তাদের নাম, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ জানা থাকলে ব্লাড গ্রুপ ইনবক্স করার আহবান জানানো হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।