শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
অবৈধভাবে নদীর পাড় হতে বালু উত্তোলন করার সময় নীলফামারীর ডিমলায় এক ট্রাক্টর মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
শনিবার (৪ঠা নভেম্বর) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা আখতার উপস্থিত হয়ে গয়াবাড়ি খুটারপুল নামক জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার বলেন, গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার গ্রামের শফিয়ার রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগীতায় ট্রাক্টর আটক করে জরিমানা করা হয়।
এ বিষয় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।