শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্টঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে ৭০৮ জন শহীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পরবর্তীতে আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ (মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব উম্মে হাবিবার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে শহীদদের এই খসড়া তালিকা প্রণয়ন করা হয়েছে। তালিকাটি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
তালিকাটি সংশোধন ও পূর্ণাঙ্গ করার জন্য ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সাধারণ জনগণের মতামত ও সংশোধনীর জন্য উন্মুক্ত থাকবে। শহীদ পরিবারের সদস্য, ওয়ারিশ বা প্রতিনিধিদের তালিকায় থাকা নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্যাদি যাচাই এবং সংশোধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যারা তথ্য সংশোধন বা নতুন তথ্য সংযোজন করতে চান তাদের জন্য কিছু পদক্ষেপ নির্ধারণ করা হয়েছে। শহীদ পরিবারের সদস্য বা ওয়ারিশদেরকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন এবং মোবাইল নম্বর প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া, যদি কোনো শহীদ এই তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপযুক্ত প্রমাণসহ জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এই খসড়া তালিকা প্রণয়নের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় শহীদদের স্মরণে একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি করতে চায়। এটি শুধুমাত্র শহীদদের পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শহীদ পরিবারের সদস্যদের সহায়তা এবং তথ্য সংগ্রহে সরকারের এ উদ্যোগ জাতীয় ঐক্যের প্রমাণ।
শহীদদের পরিবার ও প্রতিনিধিদের এ বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এই তালিকা নির্ভুল ও পূর্ণাঙ্গ হয়। সংশ্লিষ্ট হাসপাতাল বা নিকটস্থ সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেও তথ্য সংশোধন বা নতুন তথ্য প্রদান করা যেতে পারে।
এ উদ্যোগ শহীদদের প্রতি জাতীয় শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের ইতিহাস সংরক্ষণের একটি পদক্ষেপ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।