বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
এস,এম,শামীম(ফুলপুর)ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পৌনে ৩ কোটি টাকা ব্যায়ে রাস্তা পাঁকা করনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশল অফিসের মাধ্যমে বাস্তবায়িত হবে এই প্রকল্পটি।
আজ সোমবার (২ নভেম্বর)কাকনী ইউনিয়নে, এম.আর.আর.আই.ডি.পি প্রকল্পে ২ কোটি ৭৬ লক্ষ ১৭ হাজার ২শত ৪৩ টাকায় গ্রামীন জনপদের ৩টি রাস্তার ৩ দশমিক ২ শত মিটার পাঁকা করনের কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রকল্পভুক্ত রাস্তা গুলো হল উপজেলার কাকনী ইউনিয়নের কাকনী বাসষ্টেশন হতে কাদির বিএসসির বাড়ী ভায়া মাদ্রাসা পর্যন্ত রাস্তার ১ দশমিক ২০০ মিটার। যার চুক্তি মূল্য ধরা হয়েছে ১কোটি ৯ লক্ষ ৪২ হাজার ৪শত ৫৫ টাকা। বাগুন্দা মোড় হতে পানিহরি রাস্তার অংশে দাদরা বাজার পর্যন্ত ১কি.মি। যার চুক্তিমূল্য ধরা হয়েছে ৮২ লক্ষ ৩৭ হাজার ৭৫০ টাকা। কাকনী বাসষ্টেশন হতে কাজির দোকান রাস্তার অংশে ১ কি.মি। যার চুক্তিমূল্য ৮৪ লক্ষ ৩৭ হাজার ৩৮ টাকা। সর্বসাকুল্যে চুক্তিমূল্য ২কোটি ৭৬ লক্ষ ১৭ হাজার ২ শত ৪৩ টাকা।
কাকনী ইউনিয়নে প্রকল্প কাজের শুভ উদ্বোধন করেন, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া সরকার। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন, পরিকল্পনা বাস্তবায়নের এবং ফুলপুর তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহাম্মদ এর প্রশংসা করে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর।
কাকনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান রিপন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- তারাকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক আজারুল ইসলাম সরকার, যুবলীগের আহ্বায়ক আঃ মান্নান, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুয়েল চৌধুরী, ছাত্রলীগ সভাপতি রাকিব হাসান, সামাজিক রাজনৈতিক সংগঠনের ভিবিন্ন নেতৃবৃন্দ সহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধি গন ।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।