শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
মনসুর অাহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাজীপুর ইউনিয়নের সাটিয়া গ্রামে একটি বাড়িতে দুইজনের নমুনা সংগ্রহ করেছে চিকিৎসক এবং ঐ বাড়িটি লকডাউন করা হয়েছে ।
গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ির সবুজ নামে অসুস্থতার কথা জানতে পারে মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, জ্বর,সর্দি ও কাশিতে আক্রান্ত ঐ যুবক রোববার ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে । ঐ যুবক ঢাকায় পোশাক কারখানায় কাজ করতো ।
জ্বর,সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাড়িতে না থেকে অবাধে চলাফেরা করছিল। পরে প্রশাসন
অসুস্থতার কথা জানতে পেরে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বারের নেতৃত্বে চিকিৎসকদের নিয়ে সন্দেহভাজনের বাড়িতে গিয়ে তার রক্তের নমুনা সংগ্রহ করে ঐ বাড়ি লকডাউন করা হয়। ডাঃ আব্দুল জব্বার বলেন, তাদের সংগৃহিত নমুনা পরীক্ষার নিরীক্ষার জন্য ০৭/০৪/ ২০২০ রোজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।তিনি অারো বলেন সংগৃহিত নমুনা রিপোর্ট না অাসান প্রর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।