শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন
স্বপন রবি দাশ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে ‘র উদ্যোগে প্রায় ৯ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের অন্তর্ভুক্ত বাংলা বাজার সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমদ এর পরিচালনায়
মোঃ বুলবুল আহমদ, মোঃ লোকমান হোসেন লক্কু ও মোঃ আশিকুর ইসলাম চৌধুরী’র সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মিঠু, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত দাশ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন, মোঃ হাবিবুর রহমান, মোঃ আজহারুল ইসলাম মল্লিক, সমীর কৃষ্ণ দাশ, মোছাঃ মাহজাবীন আক্তার, মোঃ মাহাতাব আলী, আমিনুল ইসলাম, মোঃ রেজাউল করিম। বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান ভূইয়া, সাংবাদিক আব্দুল মুহিত, সাংবাদিক সেলিম উদ্দিন, সাংবাদিক স্বপন রবি দাশ, সাংবাদিক নিরব তালুকদার, মোঃ আকুল মিয়া, মোঃ জাকারিয়া, সোহান মিয়া, মৌলদ মিয়া, কাশেম মিয়া, আকলিছ মিয়া, সজলু মিয়া সহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের চারা লাগানোর বিকল্প নেই। ফলজ গাছে বার মাসে তের ফল পাওয়া যাবে। এ সকল প্রকার ফলজ গাছ রোপণ করলে ভিটামিন-এ থেকে শুরু করে সকল প্রকার ভিটামিনের অভাব দুর হবে। এখনই সব বাড়ির ফাঁকা জায়গায়, রাস্তার দুপাশে বেশি বেশি করে গাছের চারা লাগাতে হবে। সামাজিক সংগঠন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে ‘র পাশাপাশি নিজ উদ্যোগেও গাছের চারা লাগানোর আহবান জানান এবং ইন্সপায়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিশেষ অতিথি’র বক্তব্যে উপস্থিত অতিথিরা বলেন, গাছ আমাদের কে অক্সিজেন দেয়।সুন্দর পরিবেশ ঠিক রাখতে সকলের উচিত একটি করে গাছ লাগানো।
ইন্সপায়ার ফাউন্ডেশন কে ধন্যবাদ জানাই তারা ছাত্রীদের মাঝে গাছ উপহার দেওয়া জন্য।
এছাড়াও ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে ‘র পরিচালক বুলবুল আহমদ, লোকমান হোসেন লক্কু, মোঃ আশিকুর ইসলাম চৌধুরী সহ সকল সদস্যরা বলেন,গাছের চারা রোপন ধারাবাহিকতা আমাদের সব সময় অব্যাহত থাকবে।
“পরিবেশের ভারসাম্য ও অক্সিজেনের কথা চিন্তা করে ইন্সপায়ার ফাউন্ডেশন উপজেলার বিভিন্ন স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসায় বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করে। তারই ধারাবাহিকতায় সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় (বাংলাবাজার) মাঠে ছাত্র ছাত্রীদের মাঝে বৃক্ষ রোপণের জন্য ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।এখন বৃক্ষ রোপনের উপযুক্ত সময়।
উল্লেখ্য, ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে ‘র উদ্যোগে প্রতিবছর ঈদুল আযহা ও ঈদুল ফিতরসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। এছাড়া বস্ত্র বিতরণ, নগদ অর্থ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।