বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে ১৪৩ জন নতুন কার্ডধারীদের মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারী) বেলা ১১ টার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্য্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, ইউপি সচিব আব্দুর রাজ্জাকসহ সকল ওয়ার্ড সদস্যরা।
উল্লেখ্য, চলতি বছর তালা উপজেলার ১২ টি ইউনিয়নে মোট ২৩ শ ৪৮ জন কার্ডধারীদের মাঝে পর্যায়ক্রমে ভিডব্লিউবির চাল প্রদান করা হবে বলে জানান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
All rights reserved © 2020-2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।