রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
অসিম সরকার দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ-
২২ জানুয়ারি শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন মরহুম মহিউদ্দিন আহম্মেদ ভুঁইয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত ।
বিটেশ্বর বালুর মাঠে মরহুম মহিউদ্দিন আহম্মেদ ভুঁইয়ার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা আয়োজন করা হয়। খেলা শুরুর পূর্বে জাতীয় সঙ্গীত ও মরহুম মহিউদ্দিন আহম্মেদ ভুঁইয়ার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি , মাহমুদা আক্তার ভুঁইয়া, সেজ মেয়ে মরহুম মহিউদ্দিন আহম্মেদ ভুঁইয়া ও সহধর্মীনি মাননীয় সংসদ সদস্য দাউদকান্দি উপজেলা।
উপস্থিত ছিলেন একই পরিবারের , বেগম শামসুন্নাহার ,মাহফুজা আক্তার, মোঃ মেজবাহ উদ্দিন আহম্মেদ ভুঁইয়া (পাশা) ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সভাপতি চিনামুড়া এল, এন উচ্চ বিদ্যালয়, ওবায়দুল হক ভুঁইয়া, অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, মাননীয় ট্রেজারার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সভাপতি, পরিচালনা পর্ষদ, বরকোটা স্কুল এন্ড কলেজ, দাউদকান্দি, কুমিল্লা।,
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন, বিটেশ্বর ইউনিয়নের আওয়ামীলীগ এর সাবেক সভাপতি হুমায়ন কবির ভূঁইয়া, তিনি বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রতিটি সামাজিক দপ্তরে খেলাধুলা আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে।
আয়োজনেঃ এর আগে ২০ জানুয়ারি বুধবার সংলগ্ন মাঠে ১৬ টি দলের অংশগ্রহণে শুরু হয়, খেলাটি তিনদিন ব্যাপি চলার মধ্য দিয়ে আজ শুক্রবার ফাইনাল খেলার আয়োজন করা হয়, খানেবাড়ী ইয়াং স্টার ক্লব, সার্বিক তত্বাবধানেঃ মরহুম মহিউদ্দিন আহম্মেদ ভুঁইয়া ফাউন্ডেশন,
আয়োজিত ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুটি দল হচ্ছে পি,কে ইয়াং স্টার ক্লব ও মাদলা সিনিয়ার ইয়াং স্টার, বিজয়ী পি,কে ইয়াং স্টার ক্লব ৩২ইঞ্চি এলইডি টিভি জিতে নেয় এবং রানার্সআপ মাদলা সিনিয়ার ইয়াং স্টার অধিনায়কের হাতে তুলে দেয় ২টি স্মার্ট ফোন । এ সময় এলাকার ছাত্রছাত্রী ও বিভিন্ন বয়সের লোকজন খেলা উপভোগ করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।