শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
হেলাল উদ্দিন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী তাড়াশ প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে প্রেসক্লাব হলরুমে সংগঠনের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ হাসান।
এ সময় তাড়াশ প্রেসক্লাবের সহ- সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, তাড়াশ পৌর বিএনপির আহবায়ক তপন গোস্বামী। আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন, ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী, সাংগঠনিক সম্পাদক মো. রহমত আলী, তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক অালহাজ অালী রনি, কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া উজ্জ্বল, প্রমুখ।
এ সময় নবগঠিত কার্যকরী কমিটির সদস্যগণকে প্রধান অতিথি হারুন অর রশিদ হাসান শপথ বাক্য পাঠ করান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।