মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১১:১৪ অপরাহ্ন
জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
কোন প্রকার অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ১৬ই মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ,এইচ,এম ফিরোজ সরকার ৯ হাজার ৬ শত ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিটতম প্রতিদ্বন্দী চশমা প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উৎপল কুমার সিংহ রায় ভোট পেয়েছেন ৭ হাজার ৩ শত ৭৫ ভোট এবং আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান ৩ শত ২৮ ও মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মজিব উদ্দিন পেয়েছেন ৭ শত ৮৪ ভোট।
সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম জানান, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরকার গত ১৪ই ডিসেম্বর মৃত্যুবরণ করায় ওই শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ,এইচ,এম ফিরোজ সরকার বিজয়ী হয়েছেন।
নব-নির্বাচিত চেয়ারম্যান এ,এইচ,এম ফিরোজ সরকার প্রায়ত চেয়ারম্যান আবুল কাশেম সরকারের বড় ছেলে এবং নীলফামারী-১ সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের ভাতিজা।
ডিমলা সদর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩ শত ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩ শত ১০ জন। নারী ভোটার ১৮ হাজার ৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের একজন। ইলেকট্রিক ভোটিং মেশিন বা (ইভিএম) এর মাধ্যমে এই প্রথম এ উপজেলায় ভোট অনুষ্ঠিত হলো। প্রদত্ত ভোটারের সংখ্যা ১৮ হাজার ১শত ১০ জন। শতকরা পঞ্চাশ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।