বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০১:০২ পূর্বাহ্ন
জামান মৃধা, ডিমলা নীলফামারী প্রতিনিধি:
”শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা আ,লীগের উদ্যেগে উদযাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস।
শুক্রবার (১৭ই মার্চ) সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডোমার-ডিমলা নীলফারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা প্রমুখ।
পরে সেখানে একে একে শ্রদ্ধা নিবেদন করেন, ডিমলা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দগণ।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
পরে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর জীবন দর্শন, আদর্শ, বর্ণাঢ্য কর্মজীবন ও শিশুদের প্রতি তার ভালোবাসা নতুন প্রজন্মের কাছে বিকশিত করতে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
© All rights reserved © 2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট অপরাধে পড়ে,সুতরাং কপি করা থেকে বিরত থাকুন।