বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা একতা প্রতিবন্ধী স্কুলে নানা আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগষ্ট রবিবার সকালে স্বাধীনতার মহান বিনম্র শ্রদ্ধা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন একতা প্রতিবন্ধী স্কুলের পরিচালক আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড হাসপাতাল এর অধিনায়ক লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ,এবং উপ-অধিনায়ক লেঃ কর্ণেল সুমন।এলাকার গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন। সেই সাথে চাল,ডাল,তেল,সাবান দেন প্রতিবন্ধীদের হাতে।
একতা প্রতিবন্ধী স্কুল ও পূর্ণবাসন কেন্দ্র আবাসিকের ছাত্র ছাতত্রীরা কোরআন শরীফ তেলাওয়াত করেন এবং সকলের জন্য দোয়া ও মারফত কামনা করেন।
অনুষ্ঠানের শেষে একতা প্রতিবন্ধী স্কুলের পরিচালক আমিরুল ইসলাম প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাঝে আজকের দিনে অনেক সুন্দর রান্না করে কাঙ্গনলী ভোজ খাওয়ান। এবং ৪৫০ জন বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে তাদের কে দোয়া করে দেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।