শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় মোট ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।গত ২৪ ঘন্টায় জেলায় ৪৪৭ টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
একদিনে জেলায় আক্রান্তের হার শতকরা ২৫ দশমিক ৯৫ ভাগ । আজ শনিবার(৩১ জুলাই) সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১৩৭৩৭ জন। এ পর্যন্ত মারা গেছেন মোট ২১২ জন। টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানান, সকলে সচেতন না হলে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব না। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।