সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮ পূর্বাহ্ন
ফুয়াদ খন্দকার, জামালপুর,প্রতিনিধি:-
জামালপুরে হবিবর রহমান হবি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) শহরের কম্পপুর স্কুল মাঠে ৩২ টি দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মেহেদী হাসান ডালিম এর আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন আনু, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, ওয়ার্ড আওয়ামী লীগ পৌর শাখার সভাপতি মোঃ জাকির হোসেন তারা, পৌর কৃষক লীগের সভাপতি হাসান আলী, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম শিমুল, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম রানা, সাবেক খেলোয়াড় জাকির হোসেন দুলু প্রমুখ। উক্ত খেলায় মোট ৩২ টি দল অংশ গ্রহণ করবে। প্রথম পর্বের খেলা পয়েন্ট থেকে শুরু হবে এবং দ্বিতীয় পর্বে নক আউট খেলবে। প্রতিটি দলে ৯ জন করে খেলোয়াড় অংশ নেবে এবং ৭০ মিনিটের খেলা হবে। উদ্বোধনী খেলায় প্রগতি ছাত্র সংঘ বনাম নুরুজ্জামান ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। প্রগতি ছাত্র সংঘ ১-০ গোলে বিজয়ী হয়েছে।
All rights reserved © 2020-2023 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।