শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
শিপন নাথ,স্টাফ রিপোর্টার:-
গত ৩১শে মে প্রকাশিত হয় এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারও জিপিএ ৫ পাওয়ার হিসেবে সবচেয়ে এগিয়ে আছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। এক্ষেত্রে নিজেদের অতীতের সব রেকর্ডও ছাড়িয়ে গেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই স্কুলটি।
২০২০ সালের এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে সর্বোচ্চ ৪৩৮ জন জিপিএ ৫ পেয়েছে। জিপিএ ৫ চালু হওয়ার পর থেকে চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ জিপিএ ৫ পাওয়ার রেকর্ড এটি। এবারে স্কুলটি থেকে ৪৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে ৪৬৯ জন। অর্থাৎ ফেল করেছে একজন শিক্ষার্থী৷ ২০১৯ সালের এসএসসি পরীক্ষায়ও একজন শিক্ষার্থী ফেল করেছিল এই স্কুল থেকে। সেবারে পরীক্ষায় অংশ নেয়া ৪৫৭ জনের মধ্যে ৪৫৬ জন পাশ করেছিল, যাদের মধ্যে ৪১১ জন পেয়েছিল জিপিএ ৫। তবে পাশের হারে সেরাদের তালিকায় না থাকলেও সর্বোচ্চ সংখ্যক পাশ ও জিপিএ ৫ নিয়ে এসএসসি পরীক্ষার সাফল্যে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল বরাবরের মত শীর্ষে।
কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত দাশ বলেন, আমাদের এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। একজন শিক্ষার্থী ফেল করেছে। তবে গতবার ব্যবসায় শিক্ষা বিভাগের যে ছাত্রটি ফেল করেছিল এবারে সে পাশ করেছে। পুরো ফলাফল পেলে বিস্তারিত বলতে পারবো। তবে যতটুকু জানি সমন্বিত ফলাফলে আমদের স্কুল এবারও সেরা।
এ নিয়ে গত ২০ বছরে ১৮ বার বোর্ড সেরা স্থানটি দখল করে রেখেছে কলেজিয়েট স্কুল। ২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা ১০ বছর শীর্ষস্থান দখলে রাখার গৌরব অর্জন করার পর ২০১১ ও ২০১২ সালের এসএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। ২০১৩ সালে আবারও চট্টগ্রামের শীর্ষ ফলাফল অর্জন করে স্কুলটি। এরপর এখন পর্যন্ত সেই গৌরব অক্ষুণ্ণ রয়েছে তাদের।
এই ধারাবাহিক সাফল্যের রহস্য কি এই প্রশ্নের জবাবে দেবব্রত দাশ বলেন, ‘আসলে আমাদের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত আন্তরিক প্রচেষ্টা এই ফলাফল অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে। আমাদের শিক্ষকরা পাঠদানে যেমন আন্তরিক, একইভাবে অভিভাবকরা সচেতন।’
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।