শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার,রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে
ডিবি পুলিশ অভিযান চালিয়ে তরিকুল ইসলাম(৪২) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাকে তল্লাশি করে জেলা ডিবি পুলিশ ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
আটক তরিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
আজ শনিবার (১১ নভেম্বর) বিকালে রাজশাহী জেলা ডিবি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে
এ তথ্য নিশ্চিত করে জানায়, শুক্রবার জেলা পুলিশ গোপন সংবাদে জানতে গোদাগাড়ী থানার উজানপাড়া বাইপাস মোড়ে জনৈক ব্যাক্তি মাদক বিক্রির উদ্দেশ্য সেখানে অবস্থান করছেন। এমন সংবাদে সেখানে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তরিকুলকে আটক করেন। পরে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইনসহ উদ্ধার করা হয়।
তরিকুলকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানা হস্তান্তর করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।