রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
মো করিমুল হক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী নামার পাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মো. আবুল কালাম (৪০) নামের এক বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আসমা।
বুধবার (১লা জুলাই) দুপুরে সেনাবাহিনীর সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আসমা তিনটহরী নামার পাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গেলে ৪ টি ড্রোজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলমান রয়েছে দেখে ঘটনাস্থলেই ৪ টি ড্রোজার মেশিন বিনষ্ট করেন। পরে বালু উত্তোলনকারী মো. আবুল কালামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আসমা জানান, জেলা প্রশাসক থেকে উপজেলার চেংগুছড়া বালু মহলকে বৈধ বালু মহল হিসেবে ইতোপূর্বে ইজারা প্রদান করা হয়েছে। উপজেলার অন্য কোথাও যদি কোন বালু মহল থেকে থাকে, তবে সেগুলো অবৈধ। অবৈধ বালু মহল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।