রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম সবুজ
কালীগঞ্জে আকস্মিক ঝড়ে ২০ টি বাড়ি ঘর লন্ডভন্ড দুই দিনে অতিবর্ষণে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হারুদা গ্রামে ২৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ৮ঃ৩০ মিনিটে অল্প সময়ে প্রচন্ড এক ঝড় প্রায় ৫ টি থেকে ২০ টি বাড়ি ঘর ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে কালিগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর জানান সন্ধ্যার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে অন্য দিকে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার সীমান্ত কালিন্দী নদীর পাশে যেখানে ঘূর্ণিঝড় ইয়েস এর প্রভাবে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল তারই পাশে বসবাসকারী মথুরশেপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে আকস্মিক ঝড়ে ১৫ থেকে ২০ টা বসতবাড়ি সব ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গেছে হঠাৎ ঝড়ে ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় সাধারণ মানুষ দিশেহারা বিদ্যুৎ লাইনের তার ছিড়ে
বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে । এদিকে গতকাল মঙ্গলবার থেকে থেকে বুধবার পর্যন্ত প্রায় ২০ ঘণ্টা মুষলধারে বৃষ্টিপাত এর ফলে কালীগঞ্জ উপজেলার বারোটি ইউনিয়নসহ আশেপাশে এলাকার অধিকাংশ বাড়ি ঘর ডুবে গেছে পাশাপাশি এলাকার হাজার হাজার মৎস্য ঘের শত শত পুকুর বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফলে বহু টাকার মাছের ক্ষতি হয়েছে প্রচন্ড বর্ষার ফলে ক্ষেতের শাক সবজি ও ধানের বীজতলা ডুবে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অতি বর্ষণের ফলে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা একদিকে করনা ভাইরাসের কারণে চলছে সরকার ঘোষিত লকডাউন অন্যদিকে প্রকৃতির অতি বর্ষণে কোন প্রকার কাজ না থাকায় নিম্নআয়ের মানুষের চরম দুর্দিন কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে উপজেলার বিভিন্ন অঞ্চলে গ্রাম এলাকায় জলাবদ্ধতা নিরসনে উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ এলাকায় রাজনৈতিক ব্যক্তিবর্গ সফল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক
কয়েক জন কৃষক বলেন আমরা এখন দিশেহারা কারণ আমাদের ধানের চারা সব নষ্ট হয়ে গেছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।