মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
নড়াইল প্রাতিনিধিঃ
নড়াইলে কালিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেদুজ্জান সভাপতিত্বে সভায় উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া রানী দাষ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজরিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা রহিমা খতুনসহ সরকারী কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কন্যা শিশুদের সুরক্ষা, শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য রোধ, নির্যাতন থেকে রক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।