রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
আন্তর্জাতিকঃ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের চিকিৎসকরা। তারা জানান, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে, ভয়ের কোন কারণ নাই। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নেয়া হয়েছে। ভাইরাসটি যেন কোনভাবেই দেশের ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য সমুদ্রবন্দর, স্থলবন্দর, নৌবন্দরে আমরা মনিটরিং করছি, স্ক্যানার বসিয়েছি। অন্যদিকে, চীন থেকে যারা আসছেন, তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। বাংলাদেশে অনেক চীনা নাগরিক কাজ করেন। তারা যেখানে থাকেন, সেখানে মনিটরিং করা হচ্ছে। তবে বেশি মনিটরিং হচ্ছে বিমানবন্দরে। এ সময় যারা চীন থেকে বাংলাদেশে আসছেন তাদেরও ১৪ দিন মনিটরিং করা হবে। গত ১৫ দিনে শাহ আমানত বিমানবন্দর দিয়ে মোট ২৮০৫ জন লোক চীন থেকে বাংলাদেশে এসেছে। এই কয়দিনে ৭৫৭০ জন নাগরিক নিজ দেশে গিয়েছেন, তারা ১৫ দিন পর ফিরে আসার কথা রয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনাভাইরাস প্রতিরোধে দুই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি হচ্ছে-ভাইরাসটি যেন কোনভাবেই দেশের ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে চেকপোস্ট, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরে আমরা মনিটরিং করছি, স্ক্যানার বসিয়েছি। বিমানবন্দরের প্রতি নজর রাখছি বেশি। করোনাভাইরাস বহনকারী কেউ যদি দেশে প্রবেশ করেই ফেলে, সেটি ঠেকাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতালে পৃথক ওয়ার্ড খুলেছি। কোন রোগী শনাক্ত হলে এখানে চিকিৎসা দেয়া হবে। এজন্য প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেয়া হয়েছে। প্রতি জেলায় সিভিল সার্জন, ডিসি এবং এসপিকে এই ভাইরাস সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।