রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
গিয়াস উদ্দীন উপ-সচিব কক্সবাজার (ইয়াস)
বৃহত্তর ঈদগাঁও’র স্থবির ক্রীড়াঙ্গনে প্রাণপ্রদায়ী শেখ রাশেল স্মৃতি ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল ম্যাচ আজ শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।ঈদগাহ কলেজ ক্যাম্পাসের পাহাড়ী, ছায়াশীতল ও নিরিবিলি পটভূমিতে নব নির্মিত বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ওই ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে মহেশখালী কালারমারছড়া ফুটবল একাদশ এবং স্বাগতিক ঈদগাঁও ফুটবল একাডেমী। টুর্ণামেণ্ট পরিচালনা কমিটির সভাপতি ও নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার হারুনর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ঈদগাঁও মেহেরঘোনা ক্রীড়া সংস্থার একঝাঁক তারূণ্যদীপ্ত ফুটবলপ্রেমী যুবসমাজের ঐক্যবদ্ধ ও নিরলস পরিশ্রমে নানা ঘাতপ্রতিঘাত পেরিয়ে এই টুর্নামেণ্টের সফল সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঈদগাহ ফুটবল একাডেমীর চেয়ারম্যান তরুণ শিল্পোদ্যোক্তা হুমায়ুন করিম সিকদার।তারণ্যনির্ভর ও প্রতিশ্রুতিশীল ফুটবলাদের সুষমসমন্বয়ে গঠিত ঈদগাঁও ফুটবল একাডেমী শিরোপা অর্জনে শতভাগ আশাবাদি।অন্যদিকে মহেশখালী কালারমারছড়া ফুটবল একাদশের টীম ম্যানেজার ও কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ তার দল জয়ের ধারা অব্যাহত রেখে শিরোপা বগলদাবা করার গৌরব অর্জন করবে বলে দৃঢ় আত্মপ্রত্যয়ী।
ম্যাচ কো-অর্ডিনেটর আব্দুল মজিদ খাঁন ( সিনিয়র শিক্ষক,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়)ও আহমদ কবির( সিনিয়র শিক্ষক, ঈদগাহ জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়) বলেন, দুই ফাইনালিস্ট ব্যালেন্সড টীম। ফাইনাল ম্যাচে দর্শক একটি জমজমাট ও শ্বাসরুদ্ধকর লড়াই উপভোগ করবে এবং রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতির আশা করছেন টুর্ণামেণ্ট করছেন।
টুর্ণামেণ্ট কমিটি সুত্রে জানা গেছে ,শুক্রবারের ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর -রামু আসনের মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত নারী আসনের মাননীয় সাংসদ ও মহিলানেত্রী কানিজ ফাতেমা আহমদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ,ও মহেশখালী- কুতুবদিয়া সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।ব্যাপকভাবে সাড়া জাগানো ওই টুর্ণামেন্টের ফাইনাল খেলা উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে কমিটি সহ-সভাপতি আব্দুস শুক্কুর,দিল মোহাম্মদ ও প্রধান সমন্বয়ক মাস্টার আব্দুস সালাম দর্শকদের স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরিধান করে মাঠে আসার আহবান জানান। শান্তিপূর্ণ ও সফলভাবে এই টূর্ণামেন্ট শেষ করতে সকলকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, নকআউট পদ্ধতির এই টুর্ণামেণ্টে ১০টি দল অংশগ্রহণ করছিল।
প্রতিটি ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামের চারপাশের গ্যালারী কানায় কানায় দর্শকপূর্ণ হয়ে উঠে। সর্বশেষ সেমি ফাইনালে ১৫ হাজার দর্শক ম্যাচ উপভোগ করেছেন বলে অনুমাণ করা হয়। ফাইনাল ম্যাচে ২০ হাজার দর্শক উপভোগ করতে পারে বলেন আশা করছেন টুর্ণামেণ্ট কমিটি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।