রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
এস. এম. তারেক, কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফে র্যাব ১৫ অভিযান চালিয়ে একটি ট্রাক হতে কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে ফাহিমসহ ৩ জনকে আটক করেছে। ২ জুন দুপুর দেড়টার দিকে র্যাব ১৫ ট্রাকযোগে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ বরইতলী র্যাব ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে কয়েকজন যুবক গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাথে সাথে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে এবং উল্লেখিত ফাহিমসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলো দিনাজপুরের খানসামা থানার চক্কানচরের মোঃ আমজাদ হোছনের পুত্র ট্রাক চালক মনোয়ার হোছেন (৩২), কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইসলামপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মঞ্জুর আলমের পুত্র মিনহাজুল আবেদীন ফাহিম (২০) এবং চট্টগ্রাম মীরশ্বরাইয়ের উত্তর সোনা পাহাড়ের মৃত আনোয়ার হোছনের পুত্র নুর আলম (৪৯)। এসময় তাদের দেহ তল্লাশী করে ৪ হাজার ৬শ ৬০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব সদস্যরা। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ শেষে আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোঃ শেখ শাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
২ জুন’২০ খ্রি.
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।