শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
মোঃ রাসেল হোসেন, স্টাফ রিপোর্টার:
ভোলার ভোলা সদর উপজেলার আজকের পত্রিকার পাঠক বন্ধু বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের আয়োজনে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উন্নয়ন শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ নভেম্বর সকাল ১০ টায় বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তন থেকে শুরু করে কলেজের বিভিন্ন প্রাঙ্গণ প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয় এর পবিত্র কোরআন তেলওয়াত,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে দৈনিক আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও পাঠক বন্ধুর ভোলা জেলা আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল।
আরো বক্তব্য রাখেন, বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রী কলেজে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আলমগীর হোসাইন,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আবুল বাসার, ইতিহাস বিভাগের প্রভাষক বিপ্লব মন্ডল, ধ্রুব হাওলাদার, বাংলা বিভাগের প্রভাষক রেহানা ফেরদৌস, হালিমা খাতুন মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ রিয়াজ মাহমুদ,জেলা কমিটির সদস্য আফলাম মাহমুদ রাসেল,সোহাগ,মমিন, ফাতেমা খানম ডিগ্রী কলেজের পাঠক বন্ধুর সদস্য মাহমুদুর রহমান ওমায়ের,মহিবুল্লাহ,লিজন,মাহামুদুল হাসান সহ বিভিন্ন সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ,অতিথিবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,আজকের পত্রিকা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের বস্তুনিষ্ঠ তথা সর্ব মহলে গ্রহনযোগ্য বিভিন্ন সংবাদ সংগ্রহ করে তা প্রকাশ করে মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, আজকের পত্রিকার মাধ্যমে সারা দেশের খবর আমরা যেকোনো পর্যায়ে যেকোনো সময় জানতে পারি,আজকের পত্রিকার অন্যতম প্ল্যাটফর্ম পাঠক বন্ধু,পাঠক বন্ধুর মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যমে,পাঠক বন্ধুর মাধ্যমে সাহিত্য,সাংস্কৃতিক,সামাজিক ,একাডেমিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের উন্নতির শিখরে পৌছে দিচ্ছে।পাঠক বন্ধুর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ সভা,মাদক বিরোধী র্যালির
মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজ কে মাদক ছেড়ে সামাজিক কাজে যুক্ত করায় যুবকরা অন্ধকার পথ থেকে আলোর পথে আসছে।
এ সময় বক্তারা আজকের পত্রিকা পাঠক বন্ধুর সকল কার্যক্রমে সকল শিক্ষার্থীদের কে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।