সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় নাগরিক সমাজ ও বিএনপি নেতা কর্মীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ মার্চ শনিবার বিকালে উপজেলার ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১নং সিনিয়র সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমইএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসিরসহ রূপগঞ্জ সদর ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বক্তব্য শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।