মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
গিয়াস উদ্দীন কক্সবাজার প্রতিনিধি: |
রামু- নাইক্ষ্যছড়ি সড়কে টম টমের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় সড়কের পুর্ব কাউয়ারখোপ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সুত্র জানাযায়,রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পুর্ব কাউয়ারখোপ ভিলেজারপাড়ার রহমতুল্লাহর পুত্র স্হানীয় তাজবীদুল কোরআন মাদ্রাসার ৩ য় শ্রেনীর ছাত্র মোঃ তানভীর (১০) মাদ্রাসা থেকে ফিরছিলেন,এ সময় নাইক্ষ্যংছড়ি থেকে আসা একটি টমটম চাপা দিলে ঘটনাস্হলেই শিশু তানভীরের মৃত্যু হয়।স্থানীয় জনতা ঘাতক টমটম সহ ড্রাইভারকে আটক করেছে বলে জানা যায়। আটককৃত ড্রাইভার গর্জনিয়া ইউনিয়নের সিকদার পাড়ার এজাহার মিয়ার পুত্র মোঃ কাজল বলে নিশ্চিত করেন চট্রগ্রাম কলেজ ছাত্রলীগের সহসভাপতি ও ঘটনাস্থলস্হ গ্রামের বাসিন্দা ওবাইদুল হক।স্থানীয় কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহাম্মদ জানান, ঘটনার খবর শুনার সাথে সাথে আমি ঘটনা স্থলে যাই, এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে মুঠোফোনে অবগত করি। ওনি আমাকে পুলিশের একটি টিম ঘটনা স্থলে পাঠাচ্ছেন বলে জানান। আমি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্নার মাগফেরাত কামনা করছি
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।