শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
মামুনুর রশীদ, মৌলভীবাজার প্রতিনিধি || পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জালালী কাফেলা-৩৬০ এর মাসব্যাপী কর্মসূচি শেষে শাহজালাল (র.) মডেল মাদরাসার উদ্যোগে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজারের আয়োজনে উদ্যোগে আগামীকাল শনিবার (৩১ ডিসেম্বর) কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শানে মোস্তফা (সাঃ) মহা-সম্মেলন। ইতিমধ্যে সম্মেলনকে ঘিরে সাজ সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। গত কয়েক দিন ধরে ব্যাপক প্রচার প্রচারণায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি শতাধিক স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জানা যায়, সকাল ১১ ঘটিকায় হযরত শাহ মোস্তফা (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। বিভিন্ন কর্মসূচির মধ্য রয়েছে- খতমে কোরআন, খতমে বুখারী, খতমে খাজেগান, বিষয়ভিত্তিক বয়ান ও রাসুলের (সাঃ) জীবনি আলোচনা। মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, শাহজালাল ওয়েলফয়ার ফাউন্ডেশনের সভাপতি ও শাহজালাল মডেল মাদরাসার প্রিন্সিপাল হাফিয মাওলানা আলাউর রহমান টিপুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ’র সুযোগ্য উত্তরসূরী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। সম্মেলনে যোগ দিতে মৌলভীবাজারে পৌঁছবেন, ভারত থেকে আওলাদে রাসুল সায়্যিদ জুনাইদ আহমদ মাদানী, সিরিয়া থেকে শায়েখ হামদি কানজু আল মাখজুমী, আমেরিকা থেকে শায়েখ আবূ আব্দিল্লাহ মুহাম্মদ আইনুল হুদা। এছাড়া দেশ-বিদেশের পীর-মাশায়ীখ, আলিম-উলামা, ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন । সম্মেলন সফল ও সার্থক করতে নেতৃবৃন্দ সবার সহযোগিতা কামনা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।