শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
মোঃ রবি উদ্দিন শ্রীমঙ্গল প্রতিনিধি
জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম আজ ০৮/০৭/২১ তারিখ শুরু হয়েছে।
আজ থেকে শুরু হওয়া এই ত্রাণ বিতরণ কার্যক্রমের ১ম পর্যায়ের প্রথম দিন মৌলভীবাজার জেলার সদর উপজেলার ৫০০ টি দুঃস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একইসাথে মৌলভীবাজার জেলার ০৭ টি উপজেলায় ৪৩১২ টি পরিবাররের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সহায়তা হিসেবে ছিল ১০ কেজি পরিমাণ চাল এবং ৫০০ টাকা সমমূল্যের ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
১ম পর্যায়ে এই ত্রাণ কর্মসূচির বাইরেও মৌলভীবাজার জেলাধীন ০৫ টি পৌরসভার মেয়রগণ এবং ৬৭টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে৷
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।