মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
মামুন আলম,নোয়াখালী প্রতিনিধি:
কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে বেড়াতে এসে মাছ ধরার চেষ্টার সময় ফেনীর নিখোঁজ তিন পর্যটকের ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে ফেনীর দাগনভূঁঞার দেবরামপুর থেকে এরা নদীতে ঘুরতে আসেন বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন স্থানীয় মুছাপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন।
তিনি বলেন, শনিবার (১৫ আগস্ট) সকালে ২৭ জনের একটি দল নদী ভ্রমণে আসেন। এরমধ্যে ওরা সাতজন নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিলেন। এক পর্যায়ে প্রচন্ড বাতাস ও জোয়ারে নৌকা উল্টে যায়। এরমধ্যে চারজন সাঁতরে কূলে উঠলেও তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন, পাশ্ববর্তী ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের ওমান প্রবাসী আনোয়ায়ার হোসেন (৩৫), দেবরামপুর গ্রামের বাসিন্দা বসুরহাট বাজারের ব্যাবসায়ি নজরুল ইসলাম স্বপন।ও মেহেদী
খবর পেয়ে ঘটনাস্থন পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন ও নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর।এদিকে তাৎক্ষনিক কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।এসময় প্রায় বিকাল সাড়ে তিনটার দিকে নজরুল ইসলাম স্বপনের লাশ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ডুবে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে ১ জনের লাশ উদ্ধার হয়েছে।বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।