বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বিশ্ব ভালবাসা দিবসে হঠাৎ রাজপথে ‘এন্টি লাভ অর্গানাইজেশন।’ শুক্রবার মিছিল ও মানববন্ধন করেছে সংগঠনটির সদস্যরা। কর্মসূচিতে তাদের হাতে দেখা যায়, ‘বিয়ের আগে প্রেম নয় পড়াশুনায় মন চাই’, ‘নষ্ট প্রেম করবেন না, মাদক ধরবেন না’সহ নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। সেই সঙ্গে প্রেমিক যুগলদের প্রতারণা, অসৎ প্রেম ছেড়ে আদর্শভিত্তিক জীবন গড়ার আহ্বান জানিয়েছেন তারা।
সংগঠনটির সদস্য ফাতেমাতুজ জোহরা স্বর্ণা জানান, প্রেম, ভালোবাসা বিরোধী নই আমরা। আমাদের যুব সমাজ প্রেমের নামে প্রতারণা, নোংরামিতে জড়িয়ে পড়েছে। তারা ব্যর্থ হয়ে, প্রতারিত হয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। এমনকি আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। অথচ পিতামাতার অনেক স্বপ্ন তাদের নিয়ে। এজন্যে আমরা ভালোবাসার পবিত্রতা রক্ষার কথা জানাতে পার্কে পার্কে যাচ্ছি। প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে সবাইকে সচেতন করার চেষ্টা করছি।
সংগঠনটির চেয়ারম্যান হাসানুজ্জামান জানান, আজ আমরা বিয়ের আগে প্রেম না করার, জীবনকে ভালোবাসার, মাদক না গ্রহণের শপথ নিয়েছি। প্রেমে প্রতারণার শিকার হয়ে আমাদের এক মেধাবী বন্ধুর অকাল মৃত্যুর কারণে ২০১৫ সাল থেকে ভালোবাসা দিবসে এন্টিলাভ অর্গানাইজেশনের ব্যানারে জীবনকে ভালোবাসার প্রচারণা চালাচ্ছি আমরা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।