রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৫ অপরাহ্ন
পরিবর্তন অনলাইনঃ
দলে যোগ দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন করবেন হিরো আলম। ইউটিউবের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর, আলোচিত-সমালোচিত রাজনীতিবিদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কেড়েছেন। সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের পাদপ্রদীপের আলোচনায় এসেছিলেন।এবার আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন তিনি। শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন হিরো আলম নিজেই। তবে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি দলের পক্ষ থেকে নির্বাচন করবেন।
পরিবর্তনের নিউজ পড়ুন Google News- এ
এ সময় কোন দলে অংশ নেবেন জানতে চাইলে হিরো আলম বলেন, এ মুহূর্তে বলতে চাই না। তবে কয়েকটি দল থেকেই অফার পেয়েছি, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, থেকে আমাকে অফার করা হয়েছে। ভেবেচিন্তে যে কোনো একটি দলে অংশ নেব। সে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেব বলে জানান তিনি।
হিরো আলমকে নিয়ে ‘টুইট’ জাতিসংঘের প্রতিনিধিকে ডেকে যা বলা হলো
দলে যোগ দিলে কোন আসন থেকে নির্বাচন করবেন? প্রশ্নোত্তরে হিরো আলম বলেন, আমি যে দলে যোগদান করব, সে দল যে আসনে আমাকে মনোনয়ন দেবে, সে আসনে নির্বাচন করব।
সূত্র – একুশে সংবাদ
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।