সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
এম.আর এমরান।পেকুয়া,কক্সবাজার।
বারবাকিয়া প্রবাসী ফোরাম (বাপ্রফো) এর উদ্যাগে খতমে কোরআন,দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার বিকাল ০৩ ঘটিকার সময় বারবাকিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা,দোয়া মাহফিল ও বৃক্ষরোপণের জন্য চারা বিতরণ করা হয়।এছাড়া সকাল ১০ টা এলাকার মসজিদে খতমে কোরআন অনুষ্ঠিত হয়।
বারবাকিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রতিনিধিদের মাধ্যমে স্কুল,মসজিদ,মাদ্রাসায় রোপনের জন্য ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
খতমে কোরআন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টানে উপস্তিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এএইচ এম বদিউল আলম,
পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন,পেকুয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এম কফিল উদ্দিন বাহাদুর, বারবাকিয়া ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইউনুস, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন,বারবাকিয়া প্রবাসী ফোরামের সদস্য ও প্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উক্ত খতমে কোরআন,দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা, প্রবাসে থাকার পরও যারা নিজের এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে প্রবাসের ঘাম ঝরানো অর্থ দিয়ে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসছেন তাদের দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।