রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান পার্বত্য জেলায় শিশু নির্যাতন? এটা বিশ্বাস করতেই যেন কেমন লাগে! কারন এটা হচ্ছে সম্পীতির বান্দরবান,এখানে হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খ্রিষ্টান একসাথে বসবাস করে সম্পীতির বন্ধন নিয়ে।
গতকাল ২৬শে জুন শুক্রবার খুব নেক্কার জনক একটা ঘটনাই ঘটেছে বান্দরবান শহরে। বান্দরবান মধ্যম পাড়া ৪নং ওয়ার্ডে জাহাঙ্গীরের বিংল্ডংয়ে এমন একটি ঘটনা ঘটে।
শিশু নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করে
রিম্পি পাল(১৪) নামের একটি মেয়ে। মেয়েটির বান্দরবান জেলা কারাগারের পিছনে ভাড়াবাসায় মা বাবার সাথে থাকে। মা লুম্বনী গার্মেন্টসে চাকরী করে,আর বাবা দিন মজুর পরিবারের সদস্য সংখ্যা বেশী হওয়ায় এবং পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাকে নিপা দাস (২৮) ও তার স্বামী আশীষ দাশ(৩৫) বাড়িতে ছোট বাচ্ছা দেখাশুনার কাজের জন্য রাখা হয়।
নিপা দাশ একজন শিক্ষিত মহিলা ও বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে সরকারী চাকরী করে।সরকারী চাকরীজিবী হওয়ার পরও রিম্পি পালের উপর শারীরিক ও মানসিক নির্যাতন অবিশ্বাস্ব একটি ঘটনা!
স্থানীয় মানুষের সাথে কথা বলে যায় প্রায় সময় রিম্পি পালের উপর শারীরিক নির্যাতন করতে দেখা যায়। কিছুদিন আগে নাকি তাকে সিঁড়ি থেকে লাথি মেরে ফেলে দেয় নিপা দাশ, বিভিন্ন সময় বিভিন্নভাবে আরো অনেকবার নির্যাতন করেছিল।
গত ২৬শে জুন সকালের দিকে নিপা দাস ও তার স্বামী দুজনে মিলে তাকে প্রচুর পরিমানের নির্যাতন করে ফেলে রাখে। পরে কয়েকজন মিলে
গুরুতর অবস্থায় রিম্পি পালকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর ২ টার দিকে রিম্পি পালের মৃত্যু ঘটে।
নিহত রিম্পি পালের মা-বাবার এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন,বলেছেন ওনার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন ওই নিপা ও তার স্বামী।
রিম্পি পালের মা-বাবার দাবী যেন তার মেয়ের হত্যাকারীদের আইনের আওতায় আনা হয়। আমরা প্রশাসনের কাছে আমার মেয়ে রিম্পি পালের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওই গলিতে বসবাস করা কয়েকজন লোক এঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন,যাতে হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।