রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
শেখ সফিকুল ইসলাম সফিক বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা ক্রীড়া সংস্থা ও বানিয়াচং থানার ওসি’র উদ্যোগে মুজিবর্ষের ২৬শে মার্চ উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ মার্চ ২০২১) বিকাল ৫ টায় উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।
উদ্বোধনী খেলায় ৪০ পয়েন্ট নিয়ে বিজয়ী হয় ৩ নং ইউনিয়ন একাদশ। ৩২ পয়েন্ট পেয়ে পরাজিত হয় ৪ নং ইউনিয়ন একাদশ।
এর আগে ওসি মোহাম্মদ এমারন হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, কাবডি খেলা আমাদের গ্রামবাংলার এক সময়ের জনপ্রিয় খেলা ছিল ।এ জনপ্রিয় খেলাটি হারিয়ে যেতে বসেছে। কাবাডি খেলায় খেলোয়াড়দের শারিরীক সুস্থ্যতার পাশাপাশি মানুষকে বিনোদন দেয়। তাই টুর্নামেন্ট আয়োজক ওসি ও ক্রীড়া সংস্থা প্রশংসা করেন ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, মোঃ রেখাছ মিয়া, ওসি (তদন্ত) প্রজীত কুমার, এস আই আব্দুস ছাত্তার, আওয়ামিলীগ নেতা মোঃ আবুল হোসেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজাহান মিয়া, মোঃ নজরুল ইসলাম খান, যুবলীগের সাংগঠনিক ও উপজেলা ক্রীড়া সংস্থার জয়েন্ট সেক্রেটারী মোঃ শাহিবুর রহমান, যুবলীগ নেতা শাহাজাহান মিয়া, এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ১৫ টি ইউনিয়নের ১৫ টি ক্লাব খেলায় অংশ নিচ্ছে। আগামী ২৬ শে মার্চ ফাইনাল খেলার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।