রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন
বিনোদন ডেস্কঃ করোনাভাইরাসের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব নাটক, সিনেমা ও মিউজিক ভিডিওর শুটিং, ডাবিং এডিটিং। এবার বন্ধ করে দেওয়া হলো দেশের সবকটি সিনেমা হল। আগামীকাল থেকে রাজধানীসহ দেশের সবগুলো সিনেমা হল বন্ধ থাকবে। খবরটি নিশ্চিত করেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সহ-সভাপতি মিয়া আলাউদ্দীন। তিনি জানান, চিকিৎসকদের বরাত দিয়ে জনগণকে সরকার আহ্বান জানিয়েছে জনসমাগম পরিহার করার জন্য। সিনেমা হল হচ্ছে জনসমাগমের স্থান। এখানে দৈনিক ৪ থেকে ৫ বার ছবি দেখতে জনসমাগম হয়। যা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এ কারণে প্রদর্শক সমিতির নেতৃবৃন্দ ও সারাদেশের সিনেমা হল মালিকরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ১৮ মার্চ (বুধবার) থেকে ১৩ এপ্রিল, মানে বাংলা নববর্ষের আগের দিন পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে।
তবে সিনেমা হল বন্ধের এই সময়সীমা কমানো বা বাড়ানো দেশের করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে। ১৭ মার্চ মুজিববর্ষ উপলক্ষে এমনিতেই সিনেমা হল বন্ধ থাকছে বলে জানান প্রদর্শক সমিতির এই সাবেক কর্মকর্তা।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী এখন মানুষ করোনা আতঙ্কে ভুগছে। সরকারি নির্দেশ অনুযায়ী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জরুরি প্রয়োজন ছাড়া বেশিরভাগ মানুষই বাসা থেকে বের হচ্ছে না। এছাড়া বিশ্বের অন্য সব সেক্টরের মতো সিনেমা শিল্পেও করোনাভাইরাসের কারণে চলছে স্থবিরতা। হলিউড-বলিউডও পড়েছে এই অচলাবস্থার কবলে। আমাদের দেশেও প্রযোজকরা ১৩ মার্চ থেকে নতুন ছবি মুক্তি বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় জনগণকে এই মহামারি থেকে রক্ষার জন্য সিনেমা হল বন্ধ করে দেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাই সিনেমা হল বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র প্রর্শক সমিতি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।