রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
এম আর এমরান,পেকুয়া,কক্সবাজার।
পেকুয়া উপজেলার বিভিন্ন পশুর হাট শেষ মুহূর্তের কেনা বেচায় মুখর হয়ে ওঠেছে। বেশ কয়েকদিন ধরে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি হওয়ায় পশুর দাম একটু কম ছিল,ফলে ক্রেতারা সন্তুষ্ট হলেও হতাশায় ভুগছিল বিক্রেতারা। কোরবানির সময় খুব সন্নিকটে হওয়ায় ক্রেতার সংখ্যা বাড়ায়,পশুর দামও কিছুটা বেড়েছে। বিভিন্ন এলাকার পশু হাটের ইজারাদারের সাথে কথা হলে তারা জানায়, অন্যান্য বছরের চেয়ে এবছর কোরবানি কারীর সংখ্যা কিছুটা কম তবে যারা পশু কেনা বেচা করছে তারা উভয়ে মোটামুটি সন্তুষ্টির সাথেই করছে।
বারবাকিয়া বাজারে পশু কিনতে আসা একজন বলেন, গতবাজারের চেয়ে এই বাজারে পশুর দাম একটু বেড়েছে তবুও উপায় নেই, যাচাই বাছাই করে একটা কিনে নিব।
একজন বিক্রেতা বলেন,আমার গরুটি দুইবার বাজারে এনেছি,আশানুরূপ দাম না পাওয়া বিক্রি করিনি,আজ দাম একটু বেড়েছে সুযোগ পেলে বিক্রি করে দিব।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।