বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
সময় এসেছে এখন পরিবর্তনের
সবুজে ভরা আমার দেশ,
সুজলা-সুফলা শশ্য শ্যামলা,
সবই এখন বর্ণহীন।
কবিতার ছোট ছোট কষ্ট!
না না অনেক কষ্ট!
সত্যিই কবিতার বড় কষ্ট!
সাহিত্য চর্চা কমে গেছে
সংঙ্গীত সন্ধ্যা সোডিয়াম
বাতির বুকে,
কৃষাণের গোধূলী এখন বড়
শহরের নাইট ক্লাবের
ঝলমল হলুদ আলোয়,
নেশার আলেয়ার ডাকে নীল
ধোঁয়ায় বুদ হয়ে থাকে
সোনার ছেলেরা।
সময় এসেছে এখন পরিবর্তনের
নদী,খাল,বিল শুকিয়ে গেছে,
মাছেরা এখন এ্যাকুরিয়ামে গৃহবন্দী,
বনের পাখিরা খাচায়,
আর আমাদের অনুজ প্রজন্ম
বন্দী আধুনিক নগরীর ফ্লাটে
ঠিক যেন ফার্মের মুরগী।
সময় এসেছে পরিবর্তনের
প্রতিদিন ভোরে সংবাদ
পত্রের ভাজে
শিরোনাম হয়ে আসে
খুন,ধর্ষণ,চাঁদাবাজী,ছিনতাই
ক্রসফায়ার, দূর্নীতি,নির্যাতন,
হত্যা কিংম্বা গুম,
রাজনৈতিক মিছিল,
মিটিং, সভা, সমিতি।
প্রেস কনফারেন্স ও
উন্নয়নের ফিরিস্তি
আর রঙিন বিজ্ঞাপনে
ঢেকে যায় বর্ণহীন চীর সত্য।
সময় এসেছে এখন পরিবর্তনের
ফিরিয়ে দাও অরণ্য,
বিশুদ্ধ অক্সিজেন
স্বাভাবিক মৃত্যুর সাধ,
মানবিকতা ও উদার গণতন্ত্র।
ফিরিয়ে দাও!
ফিরিয়ে দাও!
ফিরিয়ে দাও!
সবুজে ভরা, সুজলা,
সুফলা, শশ্য-শ্যামলা
আমার সবুজ মানচিত্র।
সময় এসেছে এখন,
সময় এসেছে এখন
সময় এখন উন্নয়নের,
সময় হয়েছে এখন,
সময় হয়েছে এখন
সময় এখন দিন বদলের
সময় এসেছে এখন,
সময় এসেছে এখন
সময় এখন পরিবর্তনের।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।