সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
মোঃ রাজিব,মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে জমির বিরোধে প্রতিপক্ষের ছুরির আঘাতে আব্দুল মান্নান মুজাহিদী (৬০) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিন জন।
আহতরা হলেন- শাকিল (৩৭), শহিদুল (২৭), আজাহার (৭০)। নিহত মান্নান মুজাহিদী দেউলী গ্রামের মৃত রফেজ হাওলাদারের ছেলে ও পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দেউলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক শিপনের পিতা মোঃ কেতাবা আলী (৬৫) ও বড় ভাই লিটন (৪০) কে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধীয় জমিতে মান্নানের চাচাতো ভাই আজাহার হাওলাদার খড়-কুটা রাখতে গেলে বাঁধা দেয় কেতাবালী ও তার ছেলেরা। এ সময় নিহতের চাচাতো ভাই শাকির প্রতিবাদ করতে গেলে হাতাহাতির এক পর্যায়ে মান্নান উভয় পক্ষকে থামাতে গেলে তার গলায় ও বুকে ছুড়ি দিয়ে তিনবার আঘাত করে শিপন। পরে মান্নানের চাচাতো ভাই শাকির, সাইদুর ও হানিফ এগিয়ে আসলে তাদের উপর কেতাবালীর ছেলেরা হামলা চালায়।
আরও জানা যায়, স্থানীয়রা মান্নানসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। আজহারকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহত মান্নানের মৃতদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং তাৎক্ষণিক ঘাতকের পিতা কেতাব আলী ও বড় ভাই লিটন-কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।