শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
জামান মৃধা, নীলফামারী প্রতিনিধি:
শুক্রবার (৩রা মার্চ) দুপুর ৩টায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের কার্যক্রমে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কাগজপত্র যাচাই বাচাইয়ের সময় ভূয়া এডমিট কার্ডধারী মো. শাহাদাত হোসেন (২০) পিতা হারুন-অর-রশিদ নামের একজন পরীক্ষার্থীকে আটক করে নীলফামারী জেলা পুলিশ। জানা গেছে তার বাড়ি ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামে। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশের ভাষ্যমতে, মোঃ শাহাদত হোসেন ডিসেম্বর/২২ সালের কনষ্টবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের আবেদন না করে অন্য প্রার্থীকে পাশ করানোর জন্য পরীক্ষায় অংশ নেয়। পাবলিক পরীক্ষা আইনে শাহাদত হোসেন অপরাধ করায় নীলফামারী রিজার্ভ অফিসের এসআই বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে নীলফামারী থানা মামলা নম্বর- ৩, তাং-৪-০৩ ২০২৩ ইং, ধারা-পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন-১৯৮০ এর ৩(ক) (খ)/৯ ধারায় মামলা রুজু করা হয়।
নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মাননীয় আইজিপি মহোদয় ও রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশনা মোতাবেক স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। এখানে কোন প্রকার আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার সম্ভাবনা নেই। চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। উক্ত ব্যক্তি অসৎ পথ অবলম্বণ করে অন্য জনকে পাশ করানোর জন্য পরীক্ষায় অংশগ্রহণ করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।