শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
নাটর প্রতিনিধিঃ
নাটোর সদর উপজেলার জালালাবাদ গ্রামে অবৈধভাবে পুকুর খননের মাটি বহনের সময় ট্রাক্টরের চাপায় অপর একজন ট্রাক্টরের চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক্টর চালক মাজেদুল ইসলাম নাটোর সদর উপজেলার সিদ্দির গ্রামের রায়হান আলীর ছেলে।
এলাকাবাসী জানায়,নাটোর সদর উপজেলার কাফুরয়িা ইউনিয়নের জালালাবাদ গ্রামে মিজানুর রহমান,(মেজা) এর জমিতে অনুমোদন ছাড়াই পুকুর কাটছিলেন ইটভাটা মালিক মিজানুর রহমান মিল্টন।ওই মাটি বহন করে নিয়ে আসার পথে একটি মাটি ট্রাক্টর ফেসে যায়।এসময় মাজেদুল চেন লাগিয়ে অপর একটি ট্রাক্টর দিয়ে গাড়িটি তোলার জন্য সাহায্য করতে এগিয়ে আসে। কিন্তু সামনের ট্রাক্টরটি চেন দিয়ে ফেসে যাওয়া ট্রাকটি তোলার সময় চেন ছিড়ে যায় এবং নিয়ন্ত্রন হারিয়ে সামনের ট্রাকটি পেছনে চলে আসে এবং মাঝে দাড়িয়ে থাকা মাজেদুরের মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইটভাটা মালিক মিজানুুর রহমান মিল্টন বলেন,তিনি প্রশাসনের অনুমতি নিয়েই পুকুর খনন করছেন।
এ বিষযে নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ জানান,এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।