রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
-আবু হাসান নবীনগর প্রতিনিধি।
প্রতিটি পূঁজা মন্ডপে সরকারী বরাদ্ধ পেল ১৭ হাজার ৫০০ টাকা!
এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে দেয়া হলো আরও ২৫০০ করে টাকা!!
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলায় এবছর অনুষ্ঠেয় মোট ১১৭টি দূর্গাপূজা মন্ডপের জন্য সরকার আর্থিক সহায়তা (অনুদান) হিসেবে প্রায় ৫৯ মে.টন চাল (যাঁর সরকারি মূল্য ২৬ লক্ষাধিক টাকা) বরাদ্দ দিয়েছেন।
বরাদ্দ হওয়া সরকারী অনুদানের ওই নগদ অর্থ ও স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের ব্যক্তিগত তহবিল থেকে প্রদেয় আরও নগদ ৩ লাখ টাকার অনুদান আজ সোমবার দিনভর স্থানীয় কালীবাড়িতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থেকে উপজেলার প্রতিটি পুজা মন্ডপ কমিটির নেতাদের হাতে তুলে দেন।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবছরও সরকার শারদীয় দূর্গোৎসবে সরকারি অনুদান হিসেবে নবীনগর উপজেলায় ৫৮.৫ মে. টন চাল বরাদ্দ দেয়। তবে বরাদ্দ হওয়া চালের সরকারি মূল্য প্রতি মে.টন ৪৪ হাজার ৭৬৬ টাকা নির্ধারণ করা থাকলেও, বিভিন্ন পূজা মন্ডপ কমিটির লোকজন প্রতি টন বাবদ ৩৫ হাজার টাকা করে নগদ অর্থ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
তবে প্রত্যেক পুজা মন্ডপের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ হওয়ায় মন্ডপ প্রতি নগদ ১৭ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয় বলে পূজা উদযাপন পরিষদের সভাপতি জানিয়েছেন।
(সরকারী মূল্য ৪৪ হাজার ৭৭৬ টাকা হলেও মধ্যস্বতভোগী’ দাম দিয়েছেন ৩৬ হাজার ৩০০ টাকা।মধ্যস্বতভোগী’র ভাগে ৮৪৬৬ টাকা প্রতি টনে! তৎমধ্যে আবার নবীনগর পূঁজা উদযাপন পরিষদ প্রতিটি মন্ডপে বিতরন করেছেন ৩৫ হাজার টাকা করে!!মাঝপথে আবারো সিস্টেম লস ১৩০০ টাকা!)
বিভিন্ন গ্রাম থেকে আসা পূজা মন্ডপের নেতৃবৃন্দ পুজা উপলক্ষে সরকারি অনুদানের এই নগদ টাকা পেয়ে এ প্রতিনিধিকে বলেন,’গতবার আমরা প্রতিটন চালের মূল্য ২০ হাজার করে পেয়েছিলাম। কিন্তু এবার প্রতিটন চালের দাম বাবদ পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ নগদ ৩৫ হাজার টাকা করে আমাদের দিয়েছেন। এতে আমরা খুশী।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কার ছিদ্দিক বলেন,’পুজার জন্য সরকারিভাবে বরাদ্দ দেয়া প্রতিটন চালের সরকারি মূল্য ৪৪ হাজার ৭৬৬ টাকা। তবে বাইরে এটি কত করে বিক্রী হয়, সেটি আমরা জানি না। আমরা শুধু পূজা কমিটির নেতাদের কাছে চালের ডিও পৌঁছে দেই।’
তিনি জানান, গত শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে
এক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল মহোদয় প্রধান অতিথি হিসেবে নিজের হাতে সরকারিভাবে বরাদ্দ হওয়া পূজার ওই চালের ডিও পূজা কমিটির নেতাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়েছেন।
নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত ভদ্র বলেন,”সরকারি এসব চালের ডিও যারা কিনেন, তাদের কাছ থেকে গতবারের তুলনায় এবার আমরা প্রতিটন চাল ৩৬ হাজার ৩০০ টাকা করে সর্বোচ্চ দাম পেয়েছি। পাশাপাশি ১১৭টি পূজা মন্ডপের জন্য এমপি মহোদয় নগদ আরও ৩ লাখ টাকা অনুদান দিয়েছেন।’
এদিকে সরকারি এসব চালের (ডিও) ক্রেতা স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন বলেন,’সরকারি মূল্য কোথাও পাওয়া যায়না। আমি যেই দাম দিয়েছি, জেলার কোন উপজেলায় এত দাম দিয়ে কেউ অনুদানের এই চাল কিনবেনা। দুর্গাপূজার বরাদ্দ বলেই সর্বোচ্চ দাম দিয়ে চালগুলো কিনেছি।”
(তথ্যসূত্র ও লেখাঃ-গৌরাঙ্গ দেবনাথ অপু’দা)
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।