শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
মোঃ বাবলু মল্লিক, নিজস্ব প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ার খাসিয়াল গ্রামে দুই বংশের সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ। খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- খুলনা জেলার দিখলিয়া থানার গাজিরহাট গ্রামের মোঃ বেলাল মোল্যার ছেলে হাসিব মোল্যা (১৯), নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে মিকাইল মোল্যা (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়ন ও গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে শেখ ও মোল্যা বংশের বিরোধ চরে আসছিল। শেখ বংশের নেতৃত্ব দেন চুন্নু শেখ আর মোল্যা বংশের নেতৃত্বে রয়েছেন তবি মোল্যা।
শুক্রবার রাত ৮ টার দিকে শেখ বংশের মিলন শেখকে খাশিয়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চেকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
মোল্যা বংশের লোকজনের বিরুদ্ধে মিলন শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে দুই গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পরলে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঢাল, ফুলকুচি, চাপাতি ও সরকি উদ্বার করে।
এবিষে নড়াগাতী থানার ওসি মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়ে নিশ্চত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।