বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
মো: বেলাল উদ্দিন( কমলগঞ্জ প্রতিনিধি): মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার হাজী মো. ইব্রাহীম খাঁন কে.জি স্কুলের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ২৫ মে শনিবার সকাল ১০.৩০মিনটের সময় উক্ত বিদ্যালয়ের নবনির্মিত ভবেনর উদ্বোধন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনু্ষ্ঠিত হয়। জাংগালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আলিক মিয়ায় সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন, হাজী মো: ইব্রাহীম খাঁন কে.জি স্কুলের সভাপতি মো: ইমান মিয়া এবং সাধারণ সম্পাদক- রওশন আরা সালেহা। এসময় বিশেষ অতিথি ছিলেন জাংগালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্বাছ আলী, ছলিমবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশিক মিয়া, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহিদ আলী, স্থানীয় ইউপি সদস্য বুলবুল আহমেদ মধু, চিৎলীয়া জনকল্যান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন আহমেদ ও আমেরিকা প্রবাসী, জাংগালীয়া হযরত শাহজালাল সমাজকল্যাণ পরিষদ এর প্রতিষ্টাতা ও সাধারণ সম্পাদক মহসিন আহমেদ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি, স্কুলের অভিভাবক, ও ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাবৃন্ধ উপস্থিত ছিলেন। এসময় স্কুল কমিটির সভাপতি মো: ইমান মিয়া ও সাধারণ সম্পাদক রওশন আরা সালেহা জানান, খুব পরিশ্রমের মাধ্যমে স্কুল এই পর্যন্ত আমরা নিয়ে এসেছি। দীর্ঘ ১০ বছর আমরা বেড়ার ঘরে ছাত্র ছাত্রীদের ক্লাস নিয়েছি। এখন স্কুলে নিজস্ব ভবন হয়েছে। আমরা কিন্ডারগার্টেন এর সকল নিয়ম অনুসরণ করে বিদ্যালয় পরিচালনা করি। এসময় অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক ভালো দিক তুলে ধরেন। বিদ্যালয়ের বিভিন্ন সুযোগে সুবিধার কথা বলেন। দীর্ঘ ১০ বছর থেকে এই প্রতিষ্ঠান এলাকার শিক্ষার মান অনেক এগিয়ে নিয়ে গেছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।